সিডনির মিন্টোর নবাব রেস্টুরেন্টে বঙ্গবন্ধু পরিষদ অস্ট্রেলিয়ার দ্বি বার্ষিক সাধারণ সভা ও পরবর্তী দুই বছরের জন্য নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। গত ৩১ জুলাই অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ড. রতন কুন্ডু ও অনুষ্ঠান সঞ্চালনা করেন রফিক উদ্দিন।
সভার প্রথমেই বিগত সাধারণ সভার সিদ্ধান্তসমূহের অনুমোদন দেয়া হয়। এরপর সাধারণ সম্পাদক, রফিক উদ্দিন তার বার্ষিক রিপোর্ট পেশ ও সর্বসম্মতিক্রমে পাশ হয়।
উপস্থিত সদস্যদের ভোটে ড. রফিকুল ইসলামকে সভাপতি ও ড. প্রদীপ রায়হানকে সাধারণ সম্পাদক করে ২০২২-২৪ অর্থবছরের জন্য ২৭ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করেন।
নব নির্বাচিত সভাপতি ড. রফিকুল ইসলাম নব নির্বাচিত সবাইকে অভিনন্দন জানান। তিনি অতীতের ধারাবাহিকতায় সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করেন। নতুন সাধারণ সম্পাদক ড. প্রদীপ রায়হান তার বক্তব্যে সবাইকে সাথে নিয়ে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
আপনার মতামত লিখুন :