কোরবানির ঈদ কড়া নাড়ছে সবার দুয়ারে। সেজন্য কয়েকদিন ধরে ঢাকা ছাড়ছে মানুষ। বৃহস্পতিবার (৭ জুলাই) শেষ কর্মদিবসে অনেকে বেরিয়ে পড়েছেন নাড়ির টানে। শুক্রবার সাধারণ ছুটি এবং শনিবার থেকে ঈদের ছুটি শুরু হওয়ায় যানবাহনে ঘরমুখো মানুষের চাপ আরও বাড়বে।
বৃহস্পতিবার বিকাল থেকেই ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড় দেখা গেছে ব্যস্ততম সড়কগুলোতে। গণপরিবহন কম থাকায় গন্তব্যে যেতে মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। সন্ধ্যার পর মানুষের চাপ বাড়লেও কমতে থাকে গণপরিবহনের সংখ্যা। পিকআপেও যাত্রী বহন করতে দেখা যায়।
কাওরান বাজার, রাসেল স্কোয়ার, শাহবাগ, মালিবাগ, রামপুরা ঘুরে দেখা গেছে, বিপুল সংখ্যক মানুষ গাড়ির জন্য স্টপেজগুলোতে অপেক্ষা করছে। হাতে গোনা কিছু গণপরিবহন চলাচল করলেও যাত্রীতে ঠাসা থাকায় তাতে উঠতে পারছেন না অনেকে।
বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে রিকশায় যেতে হচ্ছে তাদের। অনেকে ভাড়া বাইকে করেও বাসায় ফিরছেন অতিরিক্ত অর্থ ব্যয়ে। অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়। এ ক্ষেত্রে সবচেয়ে বিপাকে পড়ছেন নারী-শিশু ও বয়স্করা। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে।
আপনার মতামত লিখুন :