পিকে হালদারসহ ছয় অভিযুক্তের মামলার পরবর্তী শুনানি ১০ আগস্ট


Md. Nazrul Islam প্রকাশের সময় : জুলাই ১৫, ২০২২, ১২:০৮ অপরাহ্ন / ১৫৬
পিকে হালদারসহ ছয় অভিযুক্তের মামলার পরবর্তী শুনানি ১০ আগস্ট
Spread the love

আগামী ১০ আগস্ট ফের পিকে হালদারসহ ছয় অভিযুক্তকে আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন কলকাতার আদালত। ওই দিন মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

শুক্রবার এই নির্দেশ দেন সিবিআই স্পেশাল কোর্ট-৩ বিচারক জীবন কুমার সাধু।

এর আগে শুক্রবার বাংলাদেশ থেকে কয়েক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে পিকে হালদারসহ ছয় অভিযুক্তকে আদালতে তোলা হয়।

এদিন স্থানীয় সময় বেলা ১১টা ১০ মিনিটের দিকে তাদের কলকাতার নগর দায়রা আদালতে তোলা হয়।

এদিকে, গত সোমবার অভিযুক্তদের বিরুদ্ধে কলকাতার আদালতে চার্জশিট জমা দিয়েছে ইডি। ওই চার্জশিটে পিকে হালদারসহ ছয় অভিযুক্তের নাম রয়েছে। এক্ষেত্রে কেবলমাত্র ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট-২০০২’ মামলায় ওই ছয় অভিযুক্তের নামে চার্জ গঠন করা হয়েছে। চার্জশিটে নাম রয়েছে তাদের দুটি সংস্থার নামও।

অশোকনগর-সহ পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গায় অভিযান চালিয়ে গত ১৪ মে পিকে হালদারসহ ওই ছয় অভিযুক্তকে। এ সময় পিকে হালদারের সঙ্গে আরও যাদেরকে গ্রেফতার করা হয়, তাদের মধ্যে রয়েছেন তার ভাই প্রাণেশ হালদার, স্বপন মিস্ত্রি ওরফে স্বপন মৈত্র, উত্তম মিস্ত্রি ওরফে উত্তম মৈত্র, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং আমানা সুলতানা ওরফে শর্মী হালদারকে।


Spread the love