পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য আনন্দ র্যালি করেছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। রবিবার বন্দরের প্রধান ফটক থেকে বের হয়ে আনন্দ র্যালিটি স্বাধীনতা চত্বরে পথসভায় মিলিত হয়। র্যালিতে অংশ নেওয়া মোংলা বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
পথসভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার বলেন, পদ্মা সেতু চালুর ফলে দেশের যে প্রতিষ্ঠানটি সবচেয়ে বেশি লাভবান সেটা হলো মোংলা বন্দর কর্তৃপক্ষ। সড়ক পথে ১৭০ কিলোমিটার দূরত্বের রাজধানী ঢাকার খুব কাছের এই বন্দরটি দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মোংলা বন্দরের আমদানি-রপ্তানি পণ্য, কন্টেইনার ও কার্গো হ্যান্ডেলিং বেড়ে যাবে। আর এজন্য মোংলা বন্দরের কর্মকর্তা-কর্মচারীরা আরো দায়িত্বশীল হয়ে সততা ও নিষ্ঠার সাথে কাজ করবে।
পথসভায় বক্তব্য রাখেন মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) মো. ইমতিয়াজ হোসেন, পরিচালক (প্রশাসন) মো. শাহিনুর আলমসহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :