নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার দুই হাওরে বজ্রপাতে এক কিশোরসহ দুজন নিহত হয়েছে।
বুধবার বিকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও হাওরে ধান কেটে বাড়ি ফেরার সময় বজ্রপাতে কৃষক জাকারুল মিয়া (৩০) ও চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামে মামুন মিয়া (১৩) নামে এক কিশোর নিহত হয়।
খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান নিউজ টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কৃষক জাকারুল আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিউনের ইকরাহাটি গ্রামের আক্ষেপ মিয়ার ছেলে। তিনি খালিয়াজুরী উপজেলার সাতগাঁও শ্বশুরবাড়িতে ধান কাটতে আসেন।
আপনার মতামত লিখুন :