নেত্রকোনার হাওরে বজ্রপাতে নিহত ২


Md. Nazrul Islam প্রকাশের সময় : মে ১৮, ২০২২, ৪:৩৫ অপরাহ্ন / ৭৫
নেত্রকোনার হাওরে বজ্রপাতে নিহত ২
Spread the love

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুরী উপজেলার দুই হাওরে বজ্রপাতে এক কিশোরসহ দুজন নিহত হয়েছে।

বুধবার বিকালে উপজেলার মেন্দিপুর ইউনিয়নের সাতগাঁও হাওরে ধান কেটে বাড়ি ফেরার সময় বজ্রপাতে কৃষক জাকারুল মিয়া (৩০) ও চাকুয়া ইউনিয়নের রানীচাপুর গ্রামে মামুন মিয়া (১৩) নামে এক কিশোর নিহত হয়।

খালিয়াজুরী থানার ওসি মজিবুর রহমান নিউজ টোয়েন্টিফোরকে এ তথ্য নিশ্চিত করে বলেন, কৃষক জাকারুল আটপাড়া উপজেলার তেলিগাতী ইউনিউনের ইকরাহাটি গ্রামের আক্ষেপ মিয়ার ছেলে। তিনি খালিয়াজুরী উপজেলার সাতগাঁও শ্বশুরবাড়িতে ধান কাটতে আসেন।


Spread the love