প্রথমবারের মতো নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে হেরে গেলেন মালয়েশিয়ার প্রবীণ রাজনীতিবিদ ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। সাধারণ নির্বাচনে তিনি পেরিকাতান জোটের প্রার্থী মোহাম্মদ সুহাইমি আবদুল্লাহর কাছে হেরে যান।
শনিবার রয়টার্সের খবরে বলা হয়েছে, ১৯৬৯ সালের পরে প্রথমবারের মতো মাহাথির প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কাছে হেরে গেছেন। দুই দশকের বেশি সময় ধরে মালয়েশিয়ার শাসন করা ৯৭ বছর বয়সী এই নেতা এবারের নির্বাচনে নিজের সংসদীয় আসন ধরে রাখতে ব্যর্থ হন।
এই আসনে জিতেছেন দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিনের নেতৃত্বাধীন জোটের প্রার্থী। পাঁচ প্রার্থীর মধ্যে মাহাথির চতুর্থ হয়েছেন।
এর আগে রয়টার্সকে মাহাথির বলেছিলেন, তিনি নির্বাচনে হেরে গেলে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন।
রাত ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত দেশটির নির্বাচন কমিশন ২২২টি আসনের মধ্যে ১২৩টির ফলাফল ঘোষণা করে। এর মধ্যে মুহিউদ্দিনের জোট পেরিকাতান ৪২টি ও আনোয়ারের জোট ৩৬টি আসনে জয়ী হয়েছে। বাকি আসনগুলোতে অন্যরা বিজয়ী হয়েছেন।
আপনার মতামত লিখুন :