আগামী নির্বাচনের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র জানতে চেয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। আজ মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিরা রেসনিকের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান পররাষ্ট্র সচিব।
মাসুদ বিন মোমেন বলেন, ‘নির্বাচনের বিষয়ে তারা (যুক্তরাষ্ট্র) জানতে চেয়েছে ও আগ্রহ প্রকাশ করেছে। আমরা বলেছি অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। প্রধানমন্ত্রী নিজেও অনেকবার বলেছেন এবং বিদেশিদের কাছেও বলেছেন। নির্বাচন কমিশন বাকি কাজগুলো করছে।’
পররাষ্ট্র সচিব বলেন, ‘সেখানে (নির্বাচন কমিশন) সক্ষমতা বাড়াতে যদি সাহায্য লাগে, সেটি যুক্তরাষ্ট্র করতে রাজি আছে বা করতে চেয়েছে। আমরা দেখছি, যে ধরনের প্রস্তুতি হওয়া দরকার সেগুলোই হচ্ছে। রাজনৈতিক দলগুলো কে কী ভাবছে, সেটি তো আমরা বলতে পারব না।’
বাংলাদেশের বিভিন্ন বাহিনীর সক্ষমতা বৃদ্ধির জন্যও যুক্তরাষ্ট্র সহযোগিতা করছে জানিয়ে তিনি বলেন, ‘আমরা চেয়েছি আমাদের বিভিন্ন বাহিনীর যে সক্ষমতা বৃদ্ধির সহযোগিতা, সেটি যেন অব্যাহত থাকে। র্যাবের ওপর আপাতত তাদের নিষেধাজ্ঞা আছে। কিন্তু আমাদের পুলিশ বাহিনী আছে, নির্বাচন কমিশন আছে, বিজিবি, কোস্টগার্ড– এদের সবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সহযোগিতা আছে। আমাদের আর্মি-টু-আর্মি বিভিন্ন মহড়া আছে। সেগুলো অব্যাহত থাকবে এবং আগামীতে আরও জোরদার করা যাবে।’
আপনার মতামত লিখুন :