রাজধানীতে ঢাকা কলেজের শিক্ষার্থী ও নিউমার্কেটের ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই দোকান কর্মীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন কাউসার ও বাবু।
সোমবার রাতে হাজারীবাগ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
ডিবির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আক্তার জানান, নিউমার্কেটে যে দোকানে শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষ শুরু হয় সেখান থেকে ক্যাপিটাল ফাস্টফুডের দুই কর্মচারীকে আটক করা হয়েছে।
সংঘর্ষের সময় পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগে নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়।
18 এপ্রিল রাতে শুরু হওয়া 18 ঘন্টাব্যাপী সংঘর্ষে দুইজন নিহত এবং মিডিয়া ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যসহ আরও দুই শতাধিক আহত হয়। একটি অ্যাম্বুলেন্স সহ বেশ কয়েকটি গাড়ি ভাংচুর করা হয় এবং বেশ কয়েকটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। এ ঘটনায় নিউমার্কেট থানায় দুটি হত্যা মামলাসহ মোট পাঁচটি মামলা হয়েছে।
১৮ এপ্রিল বিকেলে ক্যাপিটাল ও ওয়েলকাম নামের দুটি ফাস্টফুড আউটলেটের কর্মচারীদের মধ্যে ইফতারের টেবিল বসানো নিয়ে তর্কাতর্কি হয়। দোকানের কর্মচারী শজীব ও বাপ্পী বিষয়টি মিমাংসা করতে কয়েকজন বহিরাগতকে ডেকে পাঠান।
রাত সাড়ে ১১টার দিকে ১০/১৫ জন দুর্বৃত্ত এসে ক্যাপিটাল ফাস্ট ফুড স্টোরের কর্মচারীদের মারধর করে। পরে একটি স্বার্থান্বেষী মহল মারামারির গুজব ছড়িয়ে ঘটনাটি মোড় নেওয়ার চেষ্টা করে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড হওয়ার পর ঘটনাটি চরম সংঘর্ষে রূপ নেয়।
আপনার মতামত লিখুন :