এই বছর, বাংলাদেশী বংশোদ্ভূত নাদিয়া সামদানির নাম ব্রিটিশ রাজপরিবারের তৃতীয় সর্বোচ্চ সম্মানিত সদস্যের তালিকায় রয়েছে – মোস্ট এক্সেলেন্ট অর্ডার-এমবিই।
ব্রিটিশ সরকারের ওয়েবসাইট ও পিআর নিউজওয়্যারের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।
সামদানি আর্ট ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা নাদিয়া সামদানীকে রাণী দ্বিতীয় এলিজাবেথের জন্মদিন উপলক্ষে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া এবং যুক্তরাজ্যে শিল্প পৃষ্ঠপোষকতার স্বীকৃতি হিসেবে সম্মানিত করা হচ্ছে।
নাদিয়া তার প্রচেষ্টা এবং সামদানী আর্ট ফাউন্ডেশনের মাধ্যমে সমসাময়িক বাংলাদেশী চিত্রশিল্পীদের কাজ দেশে এবং বিদেশে প্রদর্শন করছে। তাদের কাজ আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান ও জাদুঘরে স্থান পেয়েছে।
সামদানী আর্ট ফাউন্ডেশনের লক্ষ্য হল শিল্পকে সকলের কাছে সহজলভ্য করা, স্থানীয় ও আন্তর্জাতিক শিল্পের মধ্যে ব্যবধান দূর করা এবং স্থানীয় জনগণকে চিত্রকলায় সম্পৃক্ত করা।
নাদিয়া সামদানী ঢাকা আর্ট সামিটের সহ-প্রতিষ্ঠাতাও। প্রদর্শনী বিশ্বের সর্বাধিক সংখ্যক দর্শনার্থীদের আকর্ষণ করে। 2020 সালে, সামিট 477,000 দর্শক পেয়েছিল। আগামী বছর ঢাকা আর্ট সামিট তার দশম বার্ষিকী উদযাপন করবে।
আপনার মতামত লিখুন :