জাসদ সভাপতি সাংসদ হাসানুল হক ইনু বলেছেন, দ্রব্যমূল্যের অস্বাভাবিক ঊর্ধ্বগতি জনগনকে খুব যন্ত্রণা দিচ্ছে। সকালে একদাম বিকেলে একদাম। এটা দুর্নীতির সিন্ডিকেটের কারসাজি। শুধু কথা বলে এই সিন্ডিকেট ভাঙা যাবে না। এদের দমন করতে হলে শুধু কথায় চিড়ে ভিজবেনা। এক্ষেত্রে শাসন দন্ডের কঠোর প্রয়োগ করতে হবে
ইনু আজ শনিবার সকালে তার নির্বাচনী এলাকা কুষ্টিয়ার মিরপুর উপজেলা মিলনায়তনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
জাসদ সভাপতি এ সময় আরো বলেন, বিএনপি অধিকাংশ শীর্ষ নেতা, এমনি তারেক জিয়া পর্যন্ত আগুন সন্ত্রাস, জঙ্গী সন্ত্রাস ও মানুষ হত্যার সঙ্গে জড়িত। এই অপরাধীদের দমন মানে বিএনপি দমন করা নয়, এই অপরাধীদের দমন মানে রাজনীতি দমন নয়। ইনু অপরাধীদের পক্ষে ওকালতি না করার জন্য বিএনপি প্রতি আহŸান জানান।
এ সময় জেলা জাসদের সভাপতি গোলাম মহাসিন, উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলী, জেলা জাসদের প্রচার সম্পাদক কারশেদ আলমসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :