ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখো মানুষ।
শনিবার (৭ মে) ভোর থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করা মানুষের ঢল নামে রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাটে। কর্মস্থলে ফেরা মানুষের বাড়তি চাপে ঘাট এলাকায় তৈরি হয় দীর্ঘ যানজটের। যা দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে জমিদার ব্রিজ পর্যন্ত অন্তত আট কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়।
এতে নদী পারের অপেক্ষায় আটকে পরেছে সহস্রাধিক যানবাহন। ভোগান্তিতে পরেছে কর্মস্থলে ফেরা মানুষেরা।
যানজটে আটকে থাকা যাত্রীরা অভিযোগ করেন, পর্যাপ্ত ফেরি চলাচল না করায় এবং ঘাট কর্তৃপক্ষের সমন্বয়হীনতার কারণেই এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
আর বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন জানান, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ২১টি ফেরি চলাচল করছে।
আপনার মতামত লিখুন :