ফেনী জেলার দক্ষিণাঞ্চলে যাতায়াতের সময় দুর্ঘটনা ও দুর্ঘটনার ঝুঁকি কমাতে ফেনীর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লালপোলে একটি ফ্লাইওভার নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফেনী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী বিনয় কুমার পাল শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন।
নির্বাহী প্রকৌশলী বলেন, “ন্যূনতম ৬ লেন বিশিষ্ট ফ্লাইওভারের দৈর্ঘ্য হবে ৬০০ মিটার। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী যানবাহন সরাসরি ফ্লাইওভারটি ব্যবহার করবে। ফেনী-সোনাগাজী পরিবহনগুলো ফ্লাইওভারের নিচ দিয়ে মহাসড়ক অতিক্রম করবে।
এপ্রিলের মাঝামাঝি এমন সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। শিগগিরই পরবর্তী কার্যক্রম শুরু করা হবে বলে জানান সড়ক বিভাগের প্রকৌশলী মো.
বিনয় কুমার পাল আরও জানান, অর্থনৈতিক অঞ্চলের জন্য চার লেনের সড়ক এবং ভবিষ্যৎ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ‘ছয় লেনের’ সড়কের কথা মাথায় রেখে নকশা তৈরি করা হচ্ছে। প্রাথমিক কাজ শেষ হওয়ার পর দরপত্র আহ্বান করা হবে। প্রকল্পটি শেষ হতে সর্বোচ্চ তিন বছর সময় লাগতে পারে।
এ বিষয়ে ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী বলেন, ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি- মহাসড়কে দুর্ঘটনা রোধে লালপোলে ‘বিকল্প ব্যবস্থা’।
“গত সংসদ নির্বাচনে আমার নির্বাচনী ইশতেহারে এটা ছিল। ফেনীর মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হতে যাচ্ছে জেনে আমি আনন্দিত,” যোগ করেন তিনি।
আপনার মতামত লিখুন :