দাম নিয়ন্ত্রণে বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত: খাদ্যমন্ত্রী


Md. Nazrul Islam প্রকাশের সময় : জুন ৬, ২০২২, ৪:১৬ অপরাহ্ন / ৮০
দাম নিয়ন্ত্রণে বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত: খাদ্যমন্ত্রী
Spread the love

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, বাজারে অতিরিক্ত দাম নিয়ন্ত্রণে বেসরকারিভাবে চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া শুল্ক ছাড়ে প্রধানমন্ত্রীর কাছে প্রস্তাব পাঠানো হবে বলে তিনি জানান। আজ সোমবার (৬ জুন) দুপুরে সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, সিদ্ধান্ত হয়েছে, বেসরকারিভাবে চাল আমদানি করা হবে। শুল্কমুক্তভাবে যেন আনা যায়, তা নিয়ে আলোচনা হবে। এতে করে কৃষক, বাজার ও সংশ্লিষ্ট অন্যান্যরা যেন ক্ষতিগ্রস্ত না হয়, সেটা নিশ্চিত করা হবে। চলমান অভিযান নিয়ে সাধন চন্দ্র বলেন, অভিযানের মাধ্যমে লাইসেন্সের আওতায় আনা হচ্ছে মজুতদারদের। কাজেই চাইলেই যাচ্ছেতাই করতে পারবে না কেউ। এ সময় চাল আমদানির সিদ্ধান্তের সারসংক্ষেপ প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে এবং এরপর পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে বলেও জানান মন্ত্রী

lg.php?bannerid=79&campaignid=43&zoneid=67&loc=https%3A%2F%2Fwww.bd24live.com%2Fbangla%2F483094%2F&referer=https%3A%2F%2Fwww.bd24liveএ সময় খাদ্য সচিব ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেন, ৬ প্রতিষ্ঠানের প্যাকেটে চাল বিক্রি বন্ধ করা হবে না। কিন্তু মজুদ বেশি করা যাবে না এবং লাইসেন্স থাকতে হবে। ভারত থেকে নতুন করে গম আমদানির সংকট কাটেনি বলেও জানান খাদ্য সচিব। বাণিজ্য মন্ত্রণালয়ের মাধ্যমে ১৩ মে আবেদন করা হয়, যার ছাড়পত্র এখনও দেয়নি ভারত।


Spread the love