দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন


Md. Hasib Uddin প্রকাশের সময় : নভেম্বর ১৬, ২০২৩, ৩:০৯ পূর্বাহ্ন / ৭৯
দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন
Spread the love

টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা কমিউটার ট্রেনের দুটি বগিতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে ঘারিন্দা রেলস্টেশনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইনচার্জ মো. ইদ্রিস আলী কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে জানান, টানা ২০ মিনিট ধরে টাঙ্গাইল ফায়ার সার্ভিস স্টেশনের তিনটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় ট্রেনের বগি ক ৭০১৬ এবং খ ৭০১৭ দুটিতে দাউ দাউ করে আগুন জ্বলছিল।

ঘারিন্দা রেলস্টেশনের বুকিং মাস্টার সেলিম মিয়া জানান, রাত ২টার দিকে ঘারিন্দা রেলস্টেশনে ঢাকাগামী ওই ট্রেনটি স্থির ছিল। এ সময় ওই ট্রেনের তিন বগিতে হঠাৎ আগুন জ্বলতে দেখা যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ট্রেনের দুটি বগি সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে এবং অপর বগিটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়। কে বা কারা আগুন দিয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


Spread the love