তপশিলের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বড় কর্মসূচি ঘোষণা


Md. Hasib Uddin প্রকাশের সময় : নভেম্বর ১৫, ২০২৩, ৩:২২ অপরাহ্ন / ২৯
তপশিলের বিরুদ্ধে ইসলামী আন্দোলনের বড় কর্মসূচি ঘোষণা
Spread the love

দ্বাদশ জাতীয় নির্বাচনের তপশিলকে একতরফা উল্লেখ করে নতুন কর্মসূচির ঘোষণা করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আগামীকাল বৃহস্পতিবার জেলা ও মহানগরে বিক্ষোভ কর্মসূচি করবে দলটি।

এর আগে তপশিল ঘোষণা বন্ধ করতে বুধবার (১৫ নভেম্বর) রাজধানীর বায়তুল মোকাররম উত্তর গেট থেকে গণমিছিল বের করে দলটির নেতাকর্মীরা। এ সময় তারা মিছিলটি নিয়ে ইসি ঘেরাও করতে নির্বাচন কমিশনের উদ্দেশে রওনা দেয়।

দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মুহাম্মদ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানীর নেতৃত্বে মিছিলটি শান্তিনগর মোড়ে এসে পুলিশি বাধার মুখে পড়ে। পরে সেখানে তারা অবস্থান নিয়ে মোনাজাতের মাধ্যমে কর্মসূচি শেষ করে।

মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী বলেন, বিরোধী দলের দাবিকে উপেক্ষা করে নির্বাচন করা হলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধে মাঠে নামতে বাধ্য হবে। কারণ বর্তমান সরকারের নেতৃত্বে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।


Spread the love