ঢাবি ভিসি মাকসুদ কামালের পদত্যাগ


Md. Hasib Uddin প্রকাশের সময় : অগাস্ট ১০, ২০২৪, ১০:০২ পূর্বাহ্ন /
ঢাবি ভিসি মাকসুদ কামালের পদত্যাগ
Spread the love

উপাচার্য বলেন, ‘আমার মনে হয়েছে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই আমার পদত্যাগ করা দরকার।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল পদত্যাগ করেছেন।

বিষয়টি নিশ্চিত করে দ্য ডেইলি স্টারকে উপাচার্য জানান, আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন।

মাকসুদ কামাল বলেন, ‘বিষয়টি নিয়ে গতকাল শুক্রবার রাতে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার সঙ্গে আমার আলোচনা হয়েছে। স্বাভাবিক সৌজন্যতার জায়গা থেকেই আমি এই আলোচনা করেছি। আমার পদত্যাগপত্র আগেই তৈরি ছিল। আমার মনে হয়েছে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের স্বার্থেই আমার পদত্যাগ করা দরকার।’


Spread the love