বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সোমবার পূর্বাভাস দিয়েছে যে আগামীকাল সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ ছয়টি বিভাগের অনেক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
“রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী ও ঢাকার দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের উত্তরাঞ্চলে কোথাও কোথাও মাঝারিভাবে ভারী থেকে ভারী বর্ষণ সহ বিভাগ, “আজ সকালে জারি করা একটি আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
তবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
রোববার দেশের সর্বোচ্চ তাপমাত্রা মাদারীপুর, রাজশাহী, ইশুরদী ও খুলনায় ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ রংপুর ও সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুর বিভাগের তেতুলিয়ায় ৯২ মিলিমিটার।
রাজধানীতে আজ সূর্য অস্ত যায় সন্ধ্যা ৬টা ৩৪ মিনিটে এবং উদিত হবে আগামীকাল ভোর ৫টা ১৫ মিনিটে।
আপনার মতামত লিখুন :