ডিএমপির ৪ এডিসিকে বদলি


Md. Hasib Uddin প্রকাশের সময় : ফেব্রুয়ারী ৬, ২০২৩, ১০:৩৯ পূর্বাহ্ন / ৭১
ডিএমপির ৪ এডিসিকে বদলি
Spread the love

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। গতকাল রোববার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক সই করা এক অফিস আদেশে এ বদলি করা হয়।

যাদের বদলি করা হয়েছে তারা হলেন- মিরপুর বিভাগের দারুসসালাম জোনের এডিসি এ.জেড.এম তৈমুর রহমানকে সিটি-ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিংয়ে, ডিএমপির প্রটেকশন বিভাগের মো. জামিনুর রহমান খানকে দারুসসালাম জোনে, সিটি-ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের ইকোনমিক ক্রাইম অ্যান্ড হিউম্যান ট্রাফিকিংয়ের মো. তৌহিদুল ইসলামকে উত্তরা বিভাগের এয়ারপোর্ট জোনে এবং এয়ারপোর্ট জোনের তাপস কুমার দাসকে ডিএমপির প্রটেকশন বিভাগে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়, উল্লেখিত কর্মকর্তাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে নামের পাশে বর্ণিত স্থানে বদলি/পদায়ন করা হলো। এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও এতে উল্লেখ রয়েছে।

বদলি করা চার এডিসির তালিকা দেখতে এখানে ক্লিক করুন।

 


Spread the love