জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকী ঐক্যবদ্ধ জাতীয় জোটের (ইউএনএ) নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
ইউনাইটেড ন্যাশনাল অ্যালায়েন্সের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার রাজধানীর বারিধারায় এরশাদের বাসভবন প্রেসিডেন্ট পার্কে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদিশা এরশাদ। এ সময় তাকে চেয়ারম্যান এবং জাহাঙ্গীর হোসেন মহাসচিব ঘোষণা করা হয়।
ইউনাইটেড ন্যাশনাল অ্যালায়েন্সের মুখপাত্র শেখ মুস্তাফিজুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
তিনি বলেন, ইউএনএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর দীর্ঘদিন ধরে পদটি শূন্য ছিল। তাই রোববার বিভিন্ন দলের চেয়ারম্যানদের উপস্থিতিতে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে জোটের কার্যক্রম আরও গতিশীল করতে বাংলাদেশ ইসলামিক ডেমোক্রেটিক লীগের চেয়ারম্যান আনোয়ার হোসেন নতুন চেয়ারম্যান হিসেবে বিদিশার নাম প্রস্তাব করেন।
আপনার মতামত লিখুন :