রাজধানীতে আপেল খেতে গিয়ে গলায় আটকে ছয় মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। কিয়েন আইরিন সামির নামের ওই শিশু সবুজবাগ থানার মাদারটেক দক্ষিণগাঁওয়ের শাখাওয়াত হোসেন কাননের ছেলে।
নিহতের পরিবার জানায়, সামিরের বাবা-মা-দাদা-দাদিসহ পরিবারের সবাই মিলে যখন ইফতার করছিলেন তখন এক টুকরা আপেল নিয়ে সে মুখে নেয়। তবে সেটি আর গিলতে পারেনি সে। আপেলের টুকরাটি তার গলায় আটকে যায়।
এরপর ছটফট শুরু করলে পরিবারের লোকজন সামিরকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
ছোট্ট শিশুর মৃত্যুর খবরে তার স্বজনদের আহাজারিতে হাসপাতালের জরুরি বিভাগ ভারি হয়ে ওঠে। তাদের আহাজারি শুনে অনেক উৎসুক জনতাও ভিড় করেন। এ সময় সামিরের মা মিশিকে বলতে শোনা যায়, ‘ছেলের জন্য ঈদের পোশাক কিনেছি, আমি কাকে পরাব?’
বিষয়টি নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ, পরিদর্শক বাচ্চু মিয়া। তিনি বলেন, পরিবারের অভিযোগ না থাকায় তাদের আবেদনে মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তারা মরদেহ নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন।
আপনার মতামত লিখুন :