চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ


Md. Hasib Uddin প্রকাশের সময় : অগাস্ট ২৭, ২০২২, ৩:২৩ অপরাহ্ন / ৮৯
চা শ্রমিকদের মজুরি ১৭০ টাকা নির্ধারণ
Spread the love

চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার গণভবনে চা বাগান মালিকদের সঙ্গে নির্ধারিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। একই সঙ্গে আগামী রোববার থেকে চা শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।

বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমেদ কায়কাউস।

ড. আহমেদ কায়কাউস বলেন, ‘চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি বাসস্থান, চিকিৎসাসহ আনুপাতিক হারে তাদের অন্যান্য সুযোগ-সুবিধাও বাড়ানো হবে। সব মিলিয়ে দৈনিক মজুরি হবে ৪০০ থেকে ৫০০ টাকা।’

দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে ৯ আগস্ট থেকে আন্দোলনে নামেন দেশের ১৬৬ চা বাগানের দেড় লাখের বেশি শ্রমিক। সেদিন থেকে চার দিন পর্যন্ত দুই ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন তারা। এরপর গত ১৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করেন চা শ্রমিকরা।  গত ১৯ আগস্ট রাতে মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ১৪৫ টাকা করার বিষয়ে একটি চুক্তি হলেও সেটি প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন চা শ্রমিকরা। এর মধ্যে কয়েক দফা প্রশাসনের সঙ্গে বৈঠক হলেও সমাধান হয়নি। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপে চা শ্রমিকদের মজুরি বাড়লো।

 


Spread the love