চট্টগ্রাম ও সিলেটে ভূমিধসের শঙ্কা


Md. Nazrul Islam প্রকাশের সময় : জুন ১৯, ২০২২, ২:৫৯ অপরাহ্ন / ৯১
চট্টগ্রাম ও সিলেটে ভূমিধসের শঙ্কা
Spread the love

অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার ভূমিধসের শঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৯ জুন) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সতর্ক বার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, বাংলাদেশের ওপর সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাব বিরাজমান রয়েছে। এজন্য আজ বিকেল ৫টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কতা দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান, মৌসুমি বায়ুর প্রভাবে রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও প্রবল বজ্রপাতসহ ভারী বর্ষণ হতে পারে। ভারী বর্ষণে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার এবং ৮৯ মিলিমিটার বা তার বেশি অতি ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

তিনি বলেন, অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের শঙ্কা রয়েছে।


Spread the love