রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের উত্তর দৌলতদিয়া গ্রামের সিদ্দিক ডাক্তারের দোকানের সামনে থেকে ১০ গ্রাম হেরোইন দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার সকালে গোয়েন্দা পুলিশের সদস্যরা তাদের দুজনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতরা হলেন মো. নাজমুল শেখ (২৫) ও আনোয়ার হোসেন (২২)। নাজমুল ফরিদপুর জেলার কোতয়ালী থানার ভাটি লক্ষীপুর গ্রামের সামাদ শেখের ছেলে। আনোয়ার একই গ্রামের কলম মোল্লার ছেলে।
জেলা গোয়োন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) প্রাণবন্ধু বিশ্বাস বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের আটক করে। আটককৃতদের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। আটককৃতদের মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :