গোতাবায়াকে রাজনৈতিক আশ্রয় দেবে না সিঙ্গাপুর


Md. Hasib Uddin প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২২, ২:৪১ অপরাহ্ন / ৮০
গোতাবায়াকে রাজনৈতিক আশ্রয় দেবে না সিঙ্গাপুর
Spread the love

শ্রীলংকার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে বৃহস্পতিবার মালদ্বীপ থেকে পালিয়ে সিঙ্গাপুরে গেছেন।

সিঙ্গাপুরের সরকারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, গোতাবায়া দেশটিতে এসে পৌঁছেছেন।

তার বিমান ল্যান্ড করার ঠিক আগে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী সংবাদ সংস্থা এপিকে জানিয়েছেন, প্রেসিডেন্ট গোতাবায়াকে ব্যক্তিগতভাবে সিঙ্গাপুরে আসছেন। তিনি সিঙ্গাপুরের কাছে রাজনৈতিক আশ্রয় চাননি। তাছাড়া সিঙ্গাপুরও তাকে রাজনৈতিক আশ্রয়ের অনুমোদন দেয়নি। সিঙ্গাপুর সাধারণত কাউকে আশ্রয় দেয় না।

গণমাধ্যম বিবিসি জানিয়েছে, গোতাবায়া ঠিক কি উদ্দেশে শ্রীলংকায় এসেছেন তা নিশ্চিত নয়। তিনি খুব সম্ভবত মধ্যপ্রাচ্যের ট্রানজিট হিসেবে সিঙ্গাপুরকে ব্যবহার করার চিন্তা করছেন অথবা সিঙ্গাপুরেই থাকার কথা চিন্তা করছেন।

কিন্তু বিবিসি জানিয়েছে, সিঙ্গাপুর গোতাবায়াকে বেশিদিন তাদের দেশে থাকতে দেবে না। কারণ গোতাবায়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ আছে, দেশের অর্থনীতি ভঙ্গুর করে দেওয়ার অভিযোগ আছে।

ফলে তার মতো বিতর্কিত ব্যক্তিকে আশ্রয় দিয়ে সিঙ্গাপুর নিজেদের ইমেজ নষ্ট করতে চায় না।

তাছাড়া গোতাবায়াকে আশ্রয় দিলে বা বেশিদিন থাকতে দিলে সিঙ্গাপুরের সাধারণ মানুষেরই রোষানলে পড়বে দেশটির সরকার।

সূত্র: বিবিসি


Spread the love