গাজীপুরে প্রাইভেটকারের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আড়াই বছরের আরো এক শিশুকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
শুক্রবার দুপুরে মহানগরের কোনাবাড়ি ফ্লাইওভারের ওপর এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজু (২৭), শামীম (৩০) ও শাহীন (৩০)। তারা কোনাবাড়ি কলেজগেট এলাকার মান্নানের বাড়িতে বসবাস করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কোরবানির মাংস দিতে মোটরসাইকেলে কোনাবাড়ি কলেজগেট থেকে বাইমাইল এলাকায় আত্মীয়ের বাড়ি যাচ্ছিল শিশুসহ চার আরোহী। মোটরসাইকেলটি কোনাবাড়ি ফ্লাইওভারের মাঝামাঝি জায়গায় পৌঁছালে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের চার আরোহী ফ্লাইওভার থেকে নিচে পড়ে যায়। ঘটনাস্থলে মারা যান দু’জন। পরে হাসপাতালে নেওয়ার পথে রাজু নামে আরো একজন মারা যান। মোটরসাইকেলে থাকা আড়াই বছরের শিশু রাইসাকে গুরুতর আহত অবস্থায় ঢাকার পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :