খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি ৫ জুলাই


Md. Nazrul Islam প্রকাশের সময় : মে ২৪, ২০২২, ২:২৮ অপরাহ্ন / ৭৩
খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানি ৫ জুলাই
Spread the love

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ৫ জুলাই দিন ধার্য করেছেন আদালত।
কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে ঢাকার বিশেষ জজ আদালত-৯-এর অস্থায়ী আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দেন।

খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য আজ দিন ধার্য থাকলেও অসুস্থতার কারণে তিনি আদালতে হাজির হতে পারেননি। পরে তার আইনজীবী শুনানি মুলতবি করার আবেদন করেন।

২০০৭ সালের ৯ ডিসেম্বর কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের চুক্তিতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে বেগম খালেদা জিয়াসহ পাঁচজনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০০৮ সালের ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক। ওই চুক্তিতে তাদের রাষ্ট্রীয় কোষাগারের ১৩ হাজার কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছে দুদক।


Spread the love