ক্রাচে ভর দিয়ে যুবদল নেতার বিক্ষোভ


Md. Hasib Uddin প্রকাশের সময় : নভেম্বর ২৯, ২০২৩, ৭:০৩ পূর্বাহ্ন / ৪৫
ক্রাচে ভর দিয়ে যুবদল নেতার বিক্ষোভ
Spread the love

অষ্টম ধাপে বিএনপির ডাকা ২৪ ঘণ্টার অবরোধ সমর্থনে ক্রাচে ভর দিয়ে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছেন যুবদল নেতা সাজিদ হাসান বাবু।

বুধবার সকালে কারওয়ানবাজার এলাকায় নেতাকর্মীদের নিয়ে কর্মসূচি পালন করেন তিনি।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসভাপতি মো. মহিউদ্দীন রুবেল, তেজগাঁও কলেজ ছাত্রদলের সহসভাপতি সাখাওয়াত হোসেন সরকার, ছাত্রদল নেতা জিল্লুর রহমান জনি, রফিক, খোরশেদ আলম, রাজ মাহমুদ, মারুফ, রাব্বি। পুলিশ মিছিল শুরুর পূর্বেই তেজগাঁও কলেজ ছাত্রদলের সমাজসেবা সম্পাদক আরিফুল ইসলাম আরিফকে গ্রেফতার করেছে বলে অভিযোগ করেন যুবদলের কেন্দ্রীয় নেতা সাজিদ হাসান বাবু।

অভিযোগ রয়েছে, গত ২৯ জুলাই ঢাকার গাবতলীতে বিএনপির অবস্থান কর্মসূচি চলাকালে যুবদলের কেন্দ্রীয় পাঠাগারবিষয়ক সহসম্পাদক সাজিদ হাসান বাবুকে সরকারি দলের নেতাকর্মীরা তুলে নিয়ে যায়। এর পর হাতুড়ি দিয়ে পিটিয়ে তার ডান পা ভেঙে পঙ্গু করে দেয়। পরে পুলিশ তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে ভর্তি করে। দীর্ঘদিন চিকিৎসা শেষে কিছু দিন আগে তিনি বাসায় ফিরেছেন। অসুস্থ অবস্থায় তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।


Spread the love