কোহলির মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন আফ্রিদি


Md. Nazrul Islam প্রকাশের সময় : জুন ১৭, ২০২২, ৩:১৭ অপরাহ্ন / ৯৫
কোহলির মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন আফ্রিদি
Spread the love

ভারতের সাবেক অধিনায়ক বিরাট কোহলির মানসিকতা নিয়ে প্রশ্ন তুললেন পাকিস্তানের সাবেক কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদি। আড়াই বছরের বেশি সময় হয়ে গেছে শতরান নেই ভারতের সাবেক অধিনায়কের ব্যাটে। আইপিএলেও সেইভাবে ছন্দে ছিলেন না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে তাকে। এবার কোহলিকে নিয়ে প্রশ্ন তুললেন আফ্রিদি।

ক্যারিয়ারের শুরুর দিকে যে মানসিকতা নিয়ে মাঠে নামতেন কোহলি, সেই একই মনোভাব এখনও আছে কিনা সেই নিয়ে প্রশ্ন তুললেন আফ্রিদি। তিনি আদৌ আবার একনম্বর স্থান ফিরে পেতে চান কিনা সেই নিয়েও সন্দেহ প্রকাশ করে আফ্রিদি বলেন, ক্রিকেটে মানসিকতাই আসল। তাই আমি সর্বত্র মনোভাবের কথাই বলি। ক্রিকেটের প্রতি তোমার সেই মনোভাব আছে কিনা? ক্যারিয়ারের শুরুতে কোহলি বিশ্বের একনম্বর ব্যাটার হওয়ার লক্ষ্য নিয়ে খেলত। এখনও কি সে একই মোটিভেশন নিয়ে মাঠে নামছে? এটাই সবচেয়ে বড় প্রশ্ন। তার ক্লাস আছে। কিন্তু আদৌ কি সে আবার একনম্বর পজিশন ফিরে পেতে চায়? নাকি সেভাবছে জীবনে সবকিছুই পেয়ে গিয়েছে? এখন শুধু রিল্যাক্স এবং টাইম পাসের সময়? সবটাই মানসিকতার বিষয়।

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে কি পুরনো বিরাটকে পাওয়া যাবে? কোহলির শতরানের অপেক্ষায় ক্রিকেটপ্রেমী।


Spread the love