‘কোনোভাবেই অনির্বাচিত কাউকে ক্ষমতায় বসানোর সুযোগ নেই’


Md. Nazrul Islam প্রকাশের সময় : অগাস্ট ২৩, ২০২২, ৬:৫৯ অপরাহ্ন / ৬৯
‘কোনোভাবেই অনির্বাচিত কাউকে ক্ষমতায় বসানোর সুযোগ নেই’
Spread the love

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, কোনোভাবেই অনির্বাচিত কাউকে ক্ষমতায় বসানোর সুযোগ নেই। আমরা কোনোভাবেই তা মেনে নেব না। কেননা, দেশের সর্বোচ্চ আদালতে রায় হয়েছে, গণতান্ত্রিক সরকারের মাধ্যমে দেশের আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা শিল্পকলা একাডেমি অডিটরিয়ামে জেলা যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান ফুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য এ্যাডভোকেট চণ্ডি চরন পাল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. হাকিম হাওলাদার, সহ-সভাপতি আ. রাজ্জাক খান বাদশা, জেলা কৃষক লীগের সভাপতি চাঁন মিয়া মাঝি, যুবলীগ নেতা গোপাল চন্দ্র বসু, স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক শফিউল হক মিঠু, সাংবাদিক শিরিনা আফরোজ, সাবেক চেয়ারম্যান দিদারুজ্জামান শিমুল, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম বায়েজিদ হোসেন, রাসেল সিকদার প্রমুখ।


Spread the love