রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ফ্রান্স প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে বলেছেন, ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে শান্তি আলোচনার বদলে আইস হকি খেলাকেই প্রাধান্য দেবেন তিনি।
ব্রিটিশ গণমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদন। ফেব্রুয়ারিতে ইউক্রেনে সেনা অভিযান চালানোর আগেই নাকি ম্যাক্রোঁকে ফোনালাপে এই কথা বলেছিলেন পুতিন।
নয় মিনিটের ওই ফোনালাপে বাইডেনের সাথে আলোচনায় বসতে ম্যাক্রোঁ পুতিনকে প্রস্তাব দিয়েছিলেন। তবে পুতিন এ বিষয়ে কোনও আগ্রহ দেখাননি।
এই আলাপে পুতিন বলেন, ‘সত্যি বলতে, আমি আইস হকি খেলতে যেতে চাই।’
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ২৪ তারিখ ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করে রাশিয়া।
আপনার মতামত লিখুন :