ওয়ানডে ক্যারিয়ারে প্রথম উইকেট পেলেন নাসুম আহমেদ। বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শামার ব্রুকসকে বোল্ড করে নিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথম উইকেটের দেখা পেলেন তিনি।
এর আগে ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিজের অভিষেকে দুর্দান্ত বোলিং করেছিলেন নাসুম। কিন্তু ৮ ওভারে তিন মেইডেনসহ মাত্র ১৬ রান দিলেও কোনো উইকেটের দেখা পাননি তিনি।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৪ ওভার শেষে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ২ উইকেটে ৩৯ রান। কাইল মায়ার্স ১৭ ও ব্রুকস আউট হয়েছেন ৫ রান করে। ডানহাতি ওপেনার শাই হোপ খেলছেন ১৫ রান নিয়ে। নতুন ব্যাটার হিসেবে নেমেছেন ব্রেন্ডন কিং।
এর আগে, টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় অধিনায়ক তামিম ইকবাল। ব্যাটিংয়ে নেমে দেখেশুনে খেলে ধীর গতিতে রান তুলছে ক্যারিবীয়রা।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে মুখোমুখি হয় লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচটি জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করবে তামিম বাহিনী।
আপনার মতামত লিখুন :