প্রথম দিন (১ জুলাই) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কের (ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) ভাঙ্গা উপজেলার বগাইল টোল প্লাজায় টোল আদায়ে ধীর গতি ও বুথ কম চালু হওয়ায় টোল আদায় শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই দীর্ঘ ৪ কিলোমিটারের বেশি জায়গা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছিল।
কিন্তু রবিবার (৩ জুলাই) টোল আদায়ে গতি থাকায় সকাল থেকেই পরিবেশ ছিল সম্পূর্ণ ভিন্ন। কোন যানজট ছিল না। রবিবার সকালে ও দুপুরে ভাঙ্গার বগাইল টোল প্লাজায় অবস্থান করে কোন জট পরিলক্ষিত হয়নি। ভিড় না থাকায় দুই পাশের দুইটি করে ৪টি বুথে টোল আদায় করা হচ্ছে। ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হামিদ উদ্দিন আহমেদ বলেন, রবিবার টোল প্লাজাসহ ভাঙ্গা এলাকার মহাসড়ক যানজট মুক্ত ছিল।
আপনার মতামত লিখুন :