ঈদের যাত্রায় ১৪ দিনে ৩৭৬ জন নিহত হয়েছেন


Md. Nazrul Islam প্রকাশের সময় : মে ১২, ২০২২, ১১:৪৫ পূর্বাহ্ন / ৭৩
ঈদের যাত্রায় ১৪ দিনে ৩৭৬ জন নিহত হয়েছেন
Spread the love

ঈদুল ফিতরের আগে ও পরে (২৫ এপ্রিল থেকে ৮ মে) ১৪ দিনে সারাদেশে ২৮৩টি সড়ক দুর্ঘটনায় ৩৭৬ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত দেড় হাজার মানুষ।
এর মধ্যে ১২৮টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩৮ জন নারী ও ৫১ জন শিশু রয়েছে।

বৃহস্পতিবার সকালে সড়ক নিরাপত্তা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাইদুর রহমান গণমাধ্যমে পাঠানো এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রোড সেফটি ফাউন্ডেশন জানায়, সাতটি জাতীয় দৈনিক, পাঁচটি অনলাইন নিউজ পোর্টাল এবং ইলেকট্রনিক মিডিয়ার তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, 128টি মোটরসাইকেল দুর্ঘটনায় 156 জন নিহত হয়েছে, যা মোট মৃত্যুর 41.48 শতাংশ। এছাড়া দুর্ঘটনায় ৫৪ জন পথচারী নিহত হয়েছেন, যা মোটের ১৪ দশমিক ৩৬ শতাংশ। নিহত হয়েছেন প্রায় ৪৯ জন চালক ও তাদের সহযোগী অর্থাৎ ১৩ শতাংশ।

সাতটি নৌযান দুর্ঘটনায় চারজন নিহত ও দুজন নিখোঁজ হয়েছেন। ১৭টি রেল দুর্ঘটনায় ১৯ জন নিহত ও তিনজন আহত হয়েছেন।


Spread the love