ইরানে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২১, রায়িসির শোক


Md. Nazrul Islam প্রকাশের সময় : জুন ৮, ২০২২, ১:৫৮ অপরাহ্ন / ৭১
ইরানে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ২১, রায়িসির শোক
Spread the love

ইরানের পূর্বাঞ্চলে ট্রেন লাইনচ্যুত হয়ে নিহত বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৪৩ জন। এর মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

দক্ষিণ খোরাসান প্রদেশর তাবাস থেকে ইয়াজ্দ প্রদেশে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হয় ট্রেনটি। স্থানীয়রা জানিয়েছেন, একটি এক্সাভেটরের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি দক্ষিণ খোরাসান ও ইয়াজ্‌দ প্রদেশের গভর্নরের সঙ্গে ফোনে কথা বলেছেন। তিনি হতাহতের ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেন।

 

ইরানের সড়ক ও শহর নির্মাণ বিষয়ক মন্ত্রী বলেছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানবিক ত্রুটির কারণেই দুর্ঘটনা ঘটেছে।


Spread the love