ইউরোপসহ অনেক দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে


Utpol kumar প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২২, ২:৪৫ অপরাহ্ন / ১০৩
ইউরোপসহ অনেক দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে
Spread the love

বিএসএন নিউজ ডেস্ক: বাংলাদেশের পোশাকের অন্যতম প্রধান গন্তব্য ইউরোপে রপ্তানি বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশে বাংলাদেশের তৈরি পোশাক পণ্য রপ্তানি ২৩ শতাংশ বেড়েছে। ইইউ ছাড়াও বিশ্বের অনেক দেশেই বেড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি। আজ বৃহস্পতিবার রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) হালনাগাদ তথ্যে বিষয়টি জানা যায়।

ইপিবির তথ্য অনুযায়ী, গত জুলাই ও আগস্ট মাসে ইইউ’র বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি ২৩ দশমিক ২১ শতাংশ বেড়েছে। এ দুই মাসে ইউরোপীয় ইউনিয়নে দেশের পোশাক রপ্তানি ৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।

ইইউভুক্ত দেশের মধ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি সবচেয়ে বেশি বেড়েছে ফ্রান্সে, যা ৩৭ দশমিক ৭৩ শতাংশ। এ ছাড়া জার্মানিতে পোশাক রপ্তানি বেড়েছে ১৬ দশমিক ১৪ শতাংশ, স্পেনের বাজারে ২৪ দশমিক ৫২ শতাংশ। ইইউ’র অন্যান্য দেশেও পোশাক রপ্তানির প্রবৃদ্ধি ইতিবাচক রয়েছে। ইপিবি জানিয়েছে, ইইউ’র পাশাপাশি যুক্তরাষ্ট্রের বাজারেও বেড়েছে পোশাক রপ্তানি। গত দুই মাসে ১ দশমিক ৪১ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৫২ শতাংশ বেশি।

ইইউ থেকে বেরিয়ে যাওয়া যুক্তরাজ্যেও বেড়েছে বাংলাদেশের পোশাক রপ্তানি, যা ৩৫ দশমিক ৬৪ শতাংশ। কানাডায় পোশাক রপ্তানি বেড়েছে ১৮ দশমিক ৪৯ শতাংশ।এদিকে, বাংলাদেশের পোশাক জাপানে রপ্তানি বেড়েছে ২৫ দশমিক ৮১ শতাংশ, ভারতে রপ্তানি বেড়েছে ৯৮ দশমিক ৯২ শতাংশ।

ইইউ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের অনেক দেশে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়লেও কমেছে চীন ও রাশিয়ায়। চীনে রপ্তানি কমেছে ১৩ দশমিক ২১ শতাংশ, আর রাশিয়ায় কমেছে ৫৮ দশমিক ২৯ শতাংশ।


Spread the love