রাশিয়ার সেনাবাহিনী ইউক্রেনে হামলা শুরু করার পর এখন পর্যন্ত দেশটিতে ২৮৮ জন শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া বিভিন্নভাবে আহত হয়েছে ৫২৭টি শিশু।
সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ইউক্রেনের প্রসিকিউটররা একথা জানিয়েছেন।
সোমবার (১৩ জুন) সংবাদ মাধ্যম আল-জাজিরা একথা জানায়।
প্রসিকিউটররা জানান, যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে বেশি সংখ্যক শিশু দোনেটস্ক অঞ্চলে হতহত হয়েছে। সেখানে ২১৮ জন শিশু হতাহত হয়েছে। এছাড়া খারকিভ অঞ্চলে ১৬৬ জন এবং রাজধানী কিয়েভে ১১৬ জন শিশু হতাহত হয়েছে।
তবে ইউক্রেন সরকারের দেওয়া এই তথ্য নিরপেক্ষ কোনো সূত্রে যাছাই করতে পারেনি আল-জাজিরা।চলতি বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়ার সেনাবাহিনী। বর্তমানে রুশ সেনারা ইউক্রেনের সেভেরোডোনেটস্ক শহরটি দখলের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
আপনার মতামত লিখুন :