ইউক্রেনে মার্শাল ল’র সময় বাড়িয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিন মাস সময় বাড়ানোয় আগামী ২২ আগস্ট পর্যন্ত দেশটিতে ‘মার্শাল ল’ থাকবে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের সামরিক অবকাঠামো এবং সীমান্তরক্ষী বাহিনীর ওপর হামলা শুরু করে রাশিয়া। এমন অবস্থায় দেশের মানুষকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে লড়াই করার ঘোষণা দেন জেলেনস্কি। ইউক্রেনের এই প্রেসিডেন্ট দেশজুড়ে ‘মার্শাল ল’ জারি করেন।
গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, রোববার ইউক্রেনের পার্লামেন্টে মার্শাল ল’র সময়সীমা বাড়ানোর পক্ষে সংখ্যাগরিষ্ঠ ভোট পড়ে। এতে তৃতীয় মেয়াদে মার্শাল ল’র সময়সীমা বাড়ল।
আপনার মতামত লিখুন :