সাভারের আশুলিয়ায় ক্লুলেস ও চাঞ্চল্যকর অটোরিকশাচালক আলী নূর হত্যা মামলার মূল আসামি আহিনা খাতুনকে (২৯) গ্রেফতার করেছে র্যাব-৪। গতকাল মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জ জেলার কাঁচপুর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল সাভারের কাঁচপুর এলাকায় সাড়াশি অভিযান পরিচালনা করে অটোরিকশা চালক আলী নূর বিশ্বাস হত্যা মামলার প্রধান আসামি মোছা. আহিনা খাতুনকে (২৯) গ্রেফতার করে।
পরে আসামি জানান, ভিকটিম আলী নূর বিশ্বাস মাগুরা জেলার শ্রীপুর থানার হোগলডাঙ্গা গ্রামের বাসিন্দা। তার সাথে প্রায় তিন বছর আগে ভিকটিমের সাথে আসামির পরিচয় হয়। এরপর তাদের মধ্যে সখ্যতা গড়ে উঠে। সম্পর্কের একপর্যায়ে তারা দুজনই একসাথে বসবাস করার সিদ্ধান্ত নেয়। পরে তারা স্বামী-স্ত্রীর পরিচয়ে আশুলিয়া এলাকায় বিভিন্ন বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতে থাকে।
এরপর আলী নূর গত ১৪ জুলাই আলী নূর নিজ গ্রামে গিয়ে অন্য আরেকজন মেয়েকে বিবাহ করেন। এ খবর জানতে পেরে আসামি আহিনা প্রতিহিংসার বশবর্তী হয়ে আলী নূরকে হত্যার পরিকল্পনা করে। এরপর পূর্বপরিকল্পনা অনুযায়ী গত ৩০ জুলাই ভোররাতে ভিকটিমকে ঘুমন্ত অবস্থায় বটি দিয়ে মাথা, গলা এবং বুকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।
আপনার মতামত লিখুন :