বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
Headline :
৫৯ শতাংশ মানুষ মোবাইলে অনলাইনের খবর পড়েন: জরিপ রাজশাহী কলেজ মনোবিজ্ঞান বিভাগের পুনর্মিলনী -২০২৫ অনুষ্ঠিত হতে যাচ্ছে ইসরায়েল ও হামাসের যুদ্ধবিরতি: প্রথম ধাপে বন্দি ও জিম্মি বিনিময় গাজায় যুদ্ধবিরতি: মুক্ত তিন ইসরায়েলি নারী ও ৯০ ফিলিস্তিনি কারাগার থেকে মুক্তি পেলেন বাবর: ১০ ট্রাক অস্ত্র মামলার রায় কীভাবে বদলে গেল? মাধুরীর বিলাসবহুল গাড়ির দাম শুনলে আঁতকে উঠবেন জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়াসহ সব আসামিকে খালাস ফের মন্ত্রী হয়ে ফিরতে পারেন টিউলিপ! এ্যাডাস্টে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত লাইভে এসে শেখ মুজিব ও জিয়াউর রহমানকে নিয়ে যা বললেন মেজর ডালিম

‘আমার শখের পুরুষ আমাকে দুনিয়া ছাড়তে বাধ্য করছে’

বরিশাল প্রতিনিধি / ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
‘আমার শখের পুরুষ আমাকে দুনিয়া ছাড়তে বাধ্য করছে’

পটুয়াখালী সদর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আফরোজা আক্তার খাদিজা নামে এক তরুণী আত্মহত্যা করেছেন।

বুধবার (২৪ অক্টোবর) দুপুরে পটুয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাঠপট্টি এলাকার তালতলী রোডে এ ঘটনা ঘটে।

আফরোজা আক্তার খাদিজা (২৫) পটুয়াখালী করিম মৃধা কলেজের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জানা গেছে, খাদিজা আক্তারের সঙ্গে অনেক বছর ধরে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু বেশ কিছুদিন ধরে সেই ছেলে আফরোজার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় এবং যোগাযোগ করলেও প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হত। এতে খাদিজা মানসিকভাবে ভেঙে পড়ে। বুধবার দুপুর ১টায় খাদিজা ফেসবুকে প্রেমিকের কথা উল্লেখ করে স্ট্যাটাস দেন। পরে দুপুর ২টায় নিজ ঘরে পরনের ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

আরও জানা গেছে, আত্মহত্যার সময় ঘরে পরিবারের সদস্যরা ছিলেন না। আফরোজাকে ঝুলন্ত অবস্থায় দেখে তার ছোট ভাই চিৎকার দিলে প্রতিবেশীরা এসে তাকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আফরোজা তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আমি তাকে ভালোবাসছিলাম। শুনছিলাম পুরুষ মানুষ ভালোবাসা পাইলে কিছু চায় না। তুমি আমাকে কীভাবে ছোট করলা? কীভাবে? আমি তোমার জন্য কি না করছি? কি না করছি তোমাকে ভালোবেসে? আজ আমাকে…বানাইলা। আমি কোনোদিন কল্পনা করি নাই এই প্রতিদান তুমি দিবা। আমি তো সরে গেছিলাম। কেন আসছো আবার? আমার শখের পুরুষ আমাকে দুনিয়া ছাড়তে বাধ্য করছে। দোষ তার না, দোষ আমার। আমি তাকে ভালোবাসছি, আমার দোষ। আমি তাকে প্রাধান্য দিছি। ভালো থাকো, আমার ভালোবাসা। তোমার ভালো থাকার জন্য, এই আয়োজন। আমাকে মাফ করবা মা, আমি তোমার ভালো মেয়ে হইতে পারি নাই। আমার কাফনের কাপড়ের টাকা আমার ব্যাগে মা।’

পটুয়াখালী সদর থানার ওসি মো. ইমতিয়াজ বিষয়টি নিশ্চিত করে বলেন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নিহতের মরদেহের ময়নাতদন্ত করা হয়েছে। পরে আইনিপ্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

Comparative Analysis between Lifestyle Theory & Routine Activity Theory: Insights into Crime, Victimization, and Everyday Life


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Theme Created By Diana Host Ltd