বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট ও একুশের কালজয়ী গানের গীতিকার আবদুল গাফ্ফার চৌধুরীর মরদেহ শনিবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে আনা হয়েছে।
পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী বিকেল ৪টায় সেখানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় জাতীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ ও দেশের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন।
এর আগে দুপুর সোয়া ১টায় তার মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হয়। সেখানে আব্দুল গাফফার চৌধুরীর মরদেহে শ্রদ্ধা জানান শত শত মানুষ।
আবদুল গাফফার চৌধুরীর প্রথম নামাজে জানাজা বিকাল সাড়ে ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হয়। সেখান থেকে তার মরদেহ জাতীয় প্রেসক্লাবে আনা হয়।
এর আগে বেলা ১১টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট গাফফার চৌধুরীর মরদেহ নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
সরকারের পক্ষে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বিমানবন্দরে মরদেহ গ্রহণ করেন।
উল্লেখ্য যে 19 মে, গাফফার চৌধুরী, একজন গীতিকারও, 88 বছর বয়সে যুক্তরাজ্যের লন্ডনের বারনেট হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আপনার মতামত লিখুন :