আন্তর্জাতিক সংস্থায় চাকরি


Utpol kumar প্রকাশের সময় : জুন ১৭, ২০২২, ২:২২ অপরাহ্ন / ১২৬
আন্তর্জাতিক সংস্থায় চাকরি
Spread the love

অনলাইন ডেস্ক: আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা অ্যাকশন কন্ট্রি লা ফেইম (এসিএফ) জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে কমপ্লেইন্টস ফিডব্যাক অ্যান্ড সেফগার্ডিং ম্যানেজার পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।

পদের নাম: কমপ্লেইন্টস ফিডব্যাক অ্যান্ড সেফগার্ডিং ম্যানেজার
পদসংখ্যা: অনির্ধারিত
যোগ্যতা ও অভিজ্ঞতা: এডুকেশন, সমাজবিজ্ঞান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে অন্তত স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। আন্তর্জাতিক সংস্থা/ ডেভেলপমেন্ট সেক্টর/ বেসরকারি সংস্থায় অন্তত চার বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ম্যানেজারিয়াল পদে অন্তত এক বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বাংলাদেশের শ্রম আইন জানতে হবে। কমপ্লেইন্ট রিপোর্ট ও ডকুমেন্ট লেটার লেখা জানা বাধ্যতামূলক। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। চট্টগ্রামের ভাষা জানতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। এমএস অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

কাজের ধরন: এক বছরের চুক্তিভিত্তিক
কর্মস্থল: ঢাকা
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৯৩ হাজার ৬৯৯ টাকা। এ ছাড়া বছরে দুটি উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, চুক্তি শেষে এক মাসের সমপরিমাণ বেতন, বছরে ১ লাখ ২০ হাজার টাকার স্বাস্থ্যসুবিধা, জীবনবিমা, ২৬ সপ্তাহের মাতৃত্বকালীন ছুটি, মাতৃত্বকালীন তিনটি মূল বেতনের সমপরিমাণ আর্থিক সুবিধা, বছরে এক মাস সবেতন অসুস্থতাজনিত ছুটি, বিয়ে ও সন্তান জন্মের সময় ভাতা, বিয়ে ও পিতৃত্বকালীন ছুটির সুবিধা রয়েছে।

আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online-এ ক্লিক করে আবেদন করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৯ জুন ২০২২।


Spread the love