আইজিপি হচ্ছেন র‌্যবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন


Md. Hasib Uddin প্রকাশের সময় : সেপ্টেম্বর ১৫, ২০২২, ৪:১৩ পূর্বাহ্ন / ৯৫
আইজিপি হচ্ছেন র‌্যবের ডিজি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন
Spread the love

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশের পরবর্তী মহাপরিদর্শক (আইজিপি) হচ্ছেন। গতকাল বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

জানতে চাইলে রাতে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল কালের কণ্ঠকে বলেন, ‘এ নিয়ে আমরা তো এখনো জিও করিনি। জিও না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাবে না।

র‌্যাবের মহাপরিচালক পদে যোগদানের আগে চৌধুরী আবদুল্লাহ আল-মামুন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বিসিএস অষ্টম ব্যাচের এই কর্মকর্তা আগামী ১১ জানুয়ারি অবসরে যাওয়ার কথা।

এ ছাড়া র‌্যাবের নতুন ডিজির প্রস্তাবও প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই সূত্র জানায়, এ পদে অতিরিক্ত আইজিপি এম খুরশীদ হোসেনের নামও আলোচনায় আছে। তিনি বর্তমানে পুলিশ সদর দপ্তরে কর্মরত।

এর আগে যারা আইজি ছিলেন

সুত্র: কালের কন্ঠ


Spread the love