অস্ট্রেলিয়ার বন্যা: একজনের মৃত্যু, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ


Md. Nazrul Islam প্রকাশের সময় : জুলাই ৫, ২০২২, ৮:১৫ পূর্বাহ্ন / ৮৪
অস্ট্রেলিয়ার বন্যা: একজনের মৃত্যু, বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ
Spread the love

অস্ট্রেলিয়ায় ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যায় সিডনিতে একজনের মৃত্যু হয়েছে। পরিস্থিতি আরও খারাপ হতে পারে আশঙ্কায় হাজার হাজার মানুষকে বাড়িঘর থেকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।

সোমবার (৪ জুলাই) দেশটির আবহাওয়া দপ্তর থেকে সতর্কতা জারি করে বলা হয়েছে, সিডনি উপকূলীয় এলাকায় নিম্নচাপ সৃষ্টি হয়েছে।  এর প্রভাবে তৃতীয় দিনের মতো ভাড়ি বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।

বিবিসি জানায়, বন্যার পানিতে সড়ক ডুবে যাওয়ায় কয়েকটি অঞ্চলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শুধু সিডনির পশ্চিমাঞ্চলের অন্তত ১৮টি এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত সময়ে মধ্যে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বলা হয়েছে।

 

নিউ সাউথ ওয়েলস রাজ্যের জরুরি পরিষেবা মন্ত্রী স্টেফানি কুক বলেন, ‌‌জীবননাশের হুমকি থাকায় সতর্কতা জারি করা হয়েছে।


Spread the love